Android 12 OS আপডেট পাওয়া যাবে প্রথমে এই 10 ফোনে, আপনার ফোন কি লিস্টে আছে?

Android 12-এর আপডেট নতুন কিছু ফিচারের সঙ্গে পৌঁছ যাবে বিভিন্ন স্মার্টফোনে। এবং আরও কোন কোন ডিভাইসে Android 12 আপডেট পৌঁছবে তারও আভাস দেওয়া হয়েছে এই টেক জায়ান্টের তরফে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ফোনে আসতে চলেছে Android 12 Beta ভার্সন।


 Android 12 Beta 1 বর্তমানে Google Pixel 3, Pixel 3 XL, Pixel 3A, Pixel 3A XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4A, Pixel 4A 5G এবং Pixel 5 এ ডাউনলোড করা যাবে। আপনার কাছে যদি এই ফোনগুলি থাকে তবে আপনি অ্যান্ড্রয়েড 12 ওয়েবসাইটে গিয়ে বিটা ভার্সন ডাউনলোড করতে পারবেন, যদিও এটি তালিকাভুক্তি থাকা দরকার। XIAOMI MI 11 ULTRAXiaomi Mi 11 Ultra স্মার্টফোনে রয়েছে দুটি ডিসপ্লে। ফোনের পিছনে ক্যামেরা সেটআপের সঙ্গে রয়েছে। সেটি 1.1 ইঞ্চির AMOLED Always On display। এই স্ক্রিন কাজ করবে রিয়ার ক্যামেরা প্যানেলে প্যানেলের ভিউফাইন্ডার হিসেবে। ফোনের সামনে একটি 6.81 ইঞ্চির WQHD+ Samsung E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে। Mi 11 Ultra স্মার্টফোনে থাকছে একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর। এর সঙ্গে থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। ফোনে বড় 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 67W ফাস্ট চার্জিং, 67W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। Mi 11 Ultra ডিভাইসে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরার মধ্যে থাকছে একটি 48MP ও 128 ডিগ্রি আলট্রা-ওয়াইড সেন্সর এবং আর একটি 48MP পেরিস্কোপ লেন্স, যার জুম 120X। Mi 11 Ultra ফোনটি 10x Hybrid zoom সাপোর্ট করে। ভারতীয় বাজারে এই ফোনের দাম 69,999 টাকা। XIAOMI MI 11X PROXiaomi Mi 11X Pro-তে 6.67 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080x2400 পিক্সেল রয়েছে। প্রসেসরের কথা বললে এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া যেতে পারে। স্টোরেজ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি Android 11 এ কাজ করে। Xiaomi Mi 11X Pro স্মার্টফোন 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ONEPLUS 9OnePlus 9 ফোনটি চালিত হবে Android 11 বেসড OxygenOS 11-এর সাহায্যে। এই ফোনে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস। এই Fluid এবং AMLOED ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 120Hz। OnePlus 9 মডেলে পারফরম্যান্সের জন্য একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 8GB ও 12GB RAM-এর সঙ্গে। এছাড়াও এই ফোনে রয়েছে মাল্টি-লেয়ার্ড কুলিং সিস্টেম, যাকে বলা হয় OnePlus Cool Play। ONEPLUS 9 PROওয়ানপ্লাস 9 প্রো স্মার্টফোনে 6.7 ইঞ্চি কোয়াডএইচডি+ (1,440x3,216 পিক্সেল) ফ্লুইড ডিসপ্লে 2.0 অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ওয়ানপ্লাস 9 প্রো স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। ওয়ানপ্লাস 9 প্রো ব্যাক প্যানেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ করেছে, ফোনে একটি 48MP Sony IMX789 প্রাইমারি ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ/1.8 রয়েছে, সাথে একটি 50MP Sony IMX766 সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে যা একটি আল্ট্রা-ওয়াইড ফ্রিফর্ম লেন্সের সাথে আসে । ফোনে দেওয়া হয়েছে একটি 8-মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা সেন্সরও। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ভিডিওর কথা বলতে গেলে ফোনটি 30fps- এ 8K ভিডিও শ্যুটিং করতে সক্ষম, এর পাশাপাশি ফোন 120fps এ 4K ভিডিওও শুট করতে পারে। ফোনে নাইটস্কেপ ভিডিও 2.0 ফিচারও দেখা যাবে। ওয়ানপ্লাস 9 প্রো-তে পাওয়ার দেওয়ার জন্য সংস্থা 4500mAh এর ব্যাটারি দিয়েছে যা 65T ওয়ার্প চার্জ এবং ওয়ার্প চার্জ 50 ওয়্যারলেস ফাস্ট চার্জিং সপোর্ট করে। IQOO 7 LEGENDএই ফোনে একটি 6.62 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, HDR 10+ সার্টিফিকেশন এবং 1300 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। সফ্টওয়্যার হিসেবে ফোনটি Android 11 বেসড Funtouch OS 11.1 দ্বারা চালিত হয়। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি কোয়ালকম Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া ফোনে রয়েছে 12GB RAM এবং 256GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী 4,400mAh ব্যাটারি রয়েছে এই মডেলে, যা 66W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে iQoo 7 Legend ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে থাকছে একটি 48MP (Sony IMX598) প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরার মধ্যে একটি 13MP (120 ডিগ্রি) ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। REALME GTRealme GT 5G স্মার্টফোনে একটি 6.43 ইঞ্চির 120Hz সুপার AMOLED গেমিং স্ক্রিন দেওয়া হয়েছে, যার স্যাম্পলিং রেট 360Hz, তার সঙ্গেই সেখানে একটি নতুন আপগ্রেডেড Hyper Boost 4.0 অ্যাক্সিলারেশন ইঞ্জিন রয়েছে। এছাড়াও এই ফোনে চমৎকার সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়াল স্টিরিও স্পিকার্স থাকছে। রিয়েলমি GT হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 888 প্রোসেসর দেওয়া হয়েছে। Realme GT ফোনে রয়েছে 65W সুপারডার্ট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। Realme-র এই GT 5G মডেলে 64MP Sony IMX682 প্রাইমারি ক্যামেরা, 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এছাড়াও 4cm রেঞ্জের আর একটি ম্যাক্রো লেন্সও থাকছে এই ফোনে। দুর্ধর্ষ 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ASUS ZENFONE 8Asus Zenfone 8 স্মার্টফোনেও Android 12 এর বিটা প্রোগ্রাম পাওয়া যাবে। তবে এখনও ভারতে Zenfone 8 লঞ্চ করা হয়নি। ইউজাররা আপডেট আসলে ফোনের সেটিং থেকে এটি আপডেট করতে পারবেন। TECNO CAMON 17TECNO-র Tecno Camon 17 ফোনে এই অ্যান্ড্রয়েড 12 বিটা প্রোগ্রাম আপডেট পাওয়া যাবে। বর্তমানে এই ফোনটি ভারতের বাজারে চালু করা হয়নি। OPPO FIND X3 PROওপ্পো-র Find X3 Pro ফোনে এই আপডেট পাওয়া যাবে, তবে ভারতীয় বাজারে এখনও এই ফোন আসেনি।


Post a Comment

0 Comments