Infinix Zero X এর চমক, ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ১০৮ এমপি ক্যামেরা ।
ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে Infinix যে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা শুরু হয়েছিল। কয়েকদিন আগেই ভারতে ইনফিনিক্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইন্ডাস্ট্রি লিডিং ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত একটি স্মার্টফোনকে টিজ করা হয়। এখন পাকিস্তানে ইনফিনিক্সের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এই ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি রেন্ডার শেয়ার করে সে দেশেরই এক নিউজ পোর্টালের দাবি, এই রহস্যময় স্মার্টফোনের নাম Infinix Zero X।
home টেক জ্ঞানটেক লঞ্চগ্যাজেটটেক গাইডঅ্যাপ্লিকেশনডিল ও অফারটেকভাইজারঅটোকারটেলিকম
টেক জ্ঞানInfinix Zero X সবাইকে চমকে দেবে, ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ১০৮ এমপি ক্যামেরা05:40:16 pm - Jun 22, 2021 | Shuvro
Infinix Zero X সবাইকে চমকে দেবে, ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ১০৮ এমপি ক্যামেরা
ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে Infinix যে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা শুরু হয়েছিল। কয়েকদিন আগেই ভারতে ইনফিনিক্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইন্ডাস্ট্রি লিডিং ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত একটি স্মার্টফোনকে টিজ করা হয়। এখন পাকিস্তানে ইনফিনিক্সের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এই ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি রেন্ডার শেয়ার করে সে দেশেরই এক নিউজ পোর্টালের দাবি, এই রহস্যময় স্মার্টফোনের নাম Infinix Zero X।
Infinix Zero X ফ্ল্যাগশিপ ফোন আসছে ১৬০ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে
ইনিফিনিক্সের পরিচিতি এতদিন এন্ট্রি এবং মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেটেই সীমাবদ্ধ ছিল। হাই-এন্ড স্পেসিফিকেশনের স্মার্টফোন সংস্থাটি বাজারে আনেনি। তবে এই পটভূমি বদলের ইঙ্গিত সম্প্রতি এক্সডিএ ডেভেলপার্সের একটি রিপোর্টে পাওয়া যায়। তারা জানায়, ইনফিনিক্স সুপার ফাস্ট ১৬০ ওয়াট ফাস্ট চার্জ (160W Fast Charge) প্রযুক্তির একটি স্মার্টফোন প্রস্তুত করছে। এমনকি ইনফিনিক্স ব্র্যান্ডিংয়ের ১৬০ ওয়াট আল্ট্রা ফ্ল্যাশ চার্জিং টেক্সটযুক্ত একটি চার্জারের ছবিও এক্সডিএ ডেভেলপার্স পোস্ট করে। চার্জারের পাশে একটি স্মার্টফোনকে অস্পষ্ট দেখা গেলেও সেটা নিয়ে কিন্তু টেকমহল মাথা ঘামায়নি। কিন্তু সেই স্মার্টফোনই Infinix Zero X বলে এখন চর্চার কেন্দ্রে।
0 Comments