মিঠুন চক্রবর্তীর সেই ‘ডিস্কো ড্যান্সার’ এবার মঞ্চে

মিঠুন চক্রবর্তী অভিনীত সুপারহিট সিনেমা ‘ডিস্কো ড্যান্সার’ মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। এবার সেই সুপারহিট সিনেমা ‘ডিস্কো ড্যান্সার’ আসছে মঞ্চে।

মিঠুন চক্রবর্তী ‘ডিস্কো ড্যান্সার’ দিয়েই বলিউডে তার অবস্থান পাকা করেছিলেন। তার জীবনের অন্যতম সেরা হিট ছবি এটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বুধবার জানায়, ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমাটির গল্প নিয়ে নির্মিত হচ্ছে মঞ্চ নাটক। সেখানে মিঠুন চক্রবর্তীর করা চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।

মঞ্চের পেশাদার থিয়েটারে ‘ডিস্কো ড্যান্সার’ হাজির করার পিছনে উদ্যোগ নিয়েছেন বলিউডের স্বনামধন্য সংগীত পরিচালক জুটি সালিম-সুলেমান।

মঞ্চে বেশকিছু চমক থাকবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাটকের চিত্রনাট্যে পরিবর্তন থাকবে। ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার চিত্রনাট্যের স্বত্ব বিক্রি করার কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক বব্বর সুভাষ।

এদিকে বর্তমানে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে নাটকটির মহড়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে আবারও সব শুরু হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 


Post a Comment

0 Comments