চল্লিশ বসন্ত পেরিয়েও অটুট গ্ল্যামার, Sunny-র মোহময়ী আবেদন এখনও কাঁপাচ্ছে নেটদুনিয়া
নিজস্ব প্রতিবেদন: চল্লিশ পেরোলেন বলিউডে মোস্ট হট নায়িকা।
ইন্টারনেটের মোস্টড সার্চড ওমেন। একচল্লিশেও ত্বকে একই রকম জৌলুস।
গ্ল্যামার যেন ঝরে পড়ছে নায়িকার।
গ্রীষ্মের উষ্ণতায় স্যুইমিং পুলে ঝাঁপ, আলো ঝলমল নায়িকার লুক দেখে কুপোকাত নেট দুনিয়া।
নো মেক আপ লুক হোক বা গর্জিয়াস সাজ, সানির জুড়ি মেলা ভার।
পরিবারকে নিয়ে সুখে দিন কাটছে তাঁর। তিন ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে সানির হ্যাপি ফ্যামিলির চিত্রটা সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে।
পারফেক্ট ফিগার, মাখনের মত ত্বক, তাঁকে রূপ দেখে কত না পুরুষের হৃহয়ে ঝড় উঠেছে , তা আর বলার অপেক্ষা রাখে না।
সমুদ্র সৈকতে ক্যামেরাবন্দির সময়ে কখনও নিজেকে মাটির সঙ্গে
মিশিয়ে দিয়েছেন, কখনও আবার প্রকৃতিতে মেতে থেকেছেন, তাঁর ডেডিকেশন দেখেও
মুগ্ধ ইন্ডাস্ট্রি।
0 Comments